কাউখালীতে স্বাস্থ্যবিধি অমান্যে ৪২জনকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে স্বাস্থ্যবিধি অমান্যে ৪২জনকে জরিমানা
শুক্রবার ● ১২ মার্চ ২০২১


কাউখালীতে স্বাস্থ্যবিধি অমান্যে ৪২জনকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ৪২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২)সকালে কাউখালী সাপ্তাহিক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোছা. খালেদা খাতুন রেখা।
এ সময় ৪২ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ২হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষন আইনে একটি হোটেলকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন।  ইউএনও মোছা.খালেদা খাতুন রেখা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। এ জন্যই সরকার মাস্ক পরার ওপর এতো গুরুত্ব দিচ্ছেন। সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০১ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ