ইউপি নির্বাচন- গলাচিপায় বিএনপি বিহীন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কায় আ’লীগ

প্রথম পাতা » পটুয়াখালী » ইউপি নির্বাচন- গলাচিপায় বিএনপি বিহীন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে শঙ্কায় আ’লীগ
বৃহস্পতিবার ● ১১ মার্চ ২০২১


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী দেবে না বিএনপি। তবে এই সুযোগটি খুব একটা কাজে লাগাতে পারবে না আওয়ামী লীগ। কারণ প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকবেন বলে আশঙ্কা করা হচ্ছে। গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে চারটিতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
উপজেলার আমখোলা, গোলখালী, রতনদী তালতলী ও চিকনিকান্দি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ হবে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সমির দেবনাথ বলেন, ঘোষিত চারটি ইউনিয়নে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য মোট ২৪টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে আমখোলায় নয়টি, গোলখালীতে আটটি, রতনদী তালতলীতে পাঁচটি ও চিকনিকান্দিতে দুটি ফরম বিক্রি হয়েছে। এখন ইউনিয়নগুলোতে বর্ধিত সভার মাধ্যমে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে গলাচিপার প্রতিটি ইউনিয়নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন। প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী সভা-সমাবেশ, উঠান বৈঠক, মোটরসাইকেল মহড়াসহ বিভিন্ন শোডাউনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ায় ঘোষণা দেওয়ায় ইচ্ছা থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারছেন না কয়েকজন সম্ভাব্য প্রার্থী। গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খান বলেন, ‘আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুসারে কাজ করব। বিএনপি প্রতীক নিয়ে মাঠে না থাকলেও কৌশলে নৌকার প্রার্থীদের বিপক্ষে কাজ করতে পারে বলে আমি মনে করি। তাই এবারের নির্বাচন বিগত দিনের নির্বাচনের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গলাচিপা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এর মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (একাংশ) সোহরাব মিয়া বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি এ ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের নির্দেশনা দেয়নি। তাই আপাতত আমরা এ নিয়ে ভাবছি না।’

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:২০ ● ৯৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ