ছারছিনায় বার্ষিক মাহফিল শুরু

প্রথম পাতা » পিরোজপুর » ছারছিনায় বার্ষিক মাহফিল শুরু
বৃহস্পতিবার ● ১১ মার্চ ২০২১


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ছারছিনা দরবার শরীফের ৩দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) মাগরিব নামাজ বাদ উদ্ধোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের শুভ সুচনা করেন ছারছিনার পীর আলহাজ¦ মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ্।
প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করবেন ছারছিনার পীর। ৩দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলের আগামী রবিবার বাদ যোহর আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ্ । ইতোমধ্যে বাস, লঞ্চ, ট্রলার যোগে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা এসে মাহফিলস্থলে সমবেত হয়েছেন। দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগন মাহফিলে ওয়াজ নসিহত করছেন। মাহফিলের সার্বিক নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনী ও মুসল্লীদের স্বাস্থ্য সেবায় সার্বক্ষনিক মেডিকেল টিম এবং ছারছীনা শরীরের নিজস্ব ভলান্টিয়ার নিয়োজিত রয়েছে।

আরএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০০ ● ২১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ