রাঙ্গাবালীতে ৭শতাধিক দরিদ্র পরিবারকে সহায়তা

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ৭শতাধিক দরিদ্র পরিবারকে সহায়তা
সোমবার ● ৮ মার্চ ২০২১


রাঙ্গাবালীতে ৭শতাধিক দরিদ্র পরিবারকে সহায়তা

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাত শতাধিক পরিবারের জীবন-জীবিকা পুনরুদ্ধারে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার (৮ মার্চ) বিকেল ৪টায় উপজেলার বাহেরচর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সির (এসডিএ) বাস্তবায়নে উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নে ৩৬৮টি এবং ছোটবাইশদিয়া ইউনিয়নে ৩৬৮টি ক্ষতিগ্রস্ত দুস্থ-অসহায় পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আনুষ্ঠানিকভাবে সোমবার বিকেলে রাঙ্গাবালী ইউনিয়নের অর্ধশতাধিক পরিবারের হাতে এই সহায়তা তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গাবালী ইউপি   চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন। এসময় উপকারভোগী ও  প্রকল্প সংশ্লিষ্টরা  উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এ সহায়তা প্রদান করা হবে।

কেএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪০ ● ৯০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ