গলাচিপায় আ’লীগ নেতা গোলাম মোস্তফার দলীয় মনোনয়ন সংগ্রহ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আ’লীগ নেতা গোলাম মোস্তফার দলীয় মনোনয়ন সংগ্রহ
রবিবার ● ৭ মার্চ ২০২১


গলাচিপায় আ’লীগ নেতা গোলাম মোস্তফার দলীয় মনোনয়ন সংগ্রহ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা।
বৃহস্পতিবার (৪ মার্চ) উপজেলা আওয়ামী লীগের অফিস কার্যালয় থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী গোলাম মোস্তফা ও তার পক্ষে সমর্থকরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং শনিবার (৬ মার্চ) অফিস কার্যালয়ে ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন সাহ সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় রতনদী তালতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার- বার বার দরকার। দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়নের ছোঁয়ায় রতনদী তালতলী ইউনিয়নে ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলেদের চাল সহ বিভিন্ন সহায়তা দেয়া হয়েছে। তাই রতনদী তালতলী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করার জন্য দল আমাকে মনোনয় দিলে আমি আপ্রান চেষ্টা করে যাব। এলাকাবাসীর কাছে আমি দোয়া চাই। রতনদী তালতলী ইউনিয়নে দলের হয়ে দীর্ঘ ৪০ বছর পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে আসছি ভবিষ্যতে ও কাজ করে যাব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ফরম পর্যালোচনা করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তিনি যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকেই কাজ করতে হবে।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৪:৪২ ● ৪৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ