নির্বাচন নিয়ে বিএনপির করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন: আইনমন্ত্রী

প্রথম পাতা » রাজনীতি » নির্বাচন নিয়ে বিএনপির করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন: আইনমন্ত্রী
শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯


নির্বাচন নিয়ে বিএনপির করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন: আইনমন্ত্রী

ঢাকা সাগরকন্যা অফিস॥

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, বিএনপি ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করেছে, সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য বলবে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন অ্যাডভোকেট আনিসুল হক। নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। এটাই হচ্ছে সত্য। বিএনপিকে এই সত্যটা মেনে নিতে হবে। এ ছাড়া সম্প্রতি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের হাউস অব কমন্সের যে ছয়জন রিপ্রেজেন্টেটিভ চিঠি দিয়েছেন, তাঁদের বাংলাদেশ সম্পর্কে আরো তথ্য-উপাত্ত সংগ্রহ করে চিঠি লেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার জীবনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৩:২৫:০৪ ● ৪৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ