কলাপাড়ায় মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি

প্রথম পাতা » গণমাধ্যম » কলাপাড়ায় মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি
মঙ্গলবার ● ২ মার্চ ২০২১


কলাপাড়ায় মুজাক্কির হত্যার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

সারাদেশ ব্যাপী সাংবাদিকদের উপর চলমান হামলা, মামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে দুপুর ২ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছে কলাপাড়ায় কর্মরত সাংবাদ কর্মীরা।
সকাল থেকে কলাপাড়া প্রেসক্লাবে  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এ কর্মসূচি পালন করেন । বাংলাদেশ মফস¦ল সাংবাদিক ফোরামের আয়োজনে একাত্ত¦তা ঘোষনা করে এই কর্মসূচি পালন করা হয়। এসময় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদেরসহ সকল  সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা । না হলে কর্মসূচি অব্যাহত রেখে কঠোর আন্দোলনের ঘোষনা দেন সাংবাদিকরা। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, মহিপুর থানা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া মফস্বল সাংবাদিক ফোরাম’র সভাপতি  এইচ আর মুক্তা। কর্মসূচিতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৪ ● ৪১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ