পিরোজপুর জেলা দিবস পালিত

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুর জেলা দিবস পালিত
সোমবার ● ১ মার্চ ২০২১


পিরোজপুর জেলা দিবস পালিত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

নানা আয়োজনে পিরোজপুর জেলা দিবস পালিত হয়েছে। সোমবার (১মার্চ) সকালে দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের আয়োজনে একটি আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  র‌্যালীটি টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে একটি আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দি গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সহ-সভাপতি ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, দি গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দি গোপালকৃষ্ণ টাউন ক্লাবের নির্বাহী সদস্য মুনিরুজ্জামান নাসিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শেখ ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা নকীব, ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সাহিত্য সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক নাদির খান রাজু, সমাজ কল্যাণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ^াস, অর্থ সম্পাদক  খালিদ আবু এবং  নির্বাহী সদস্য মো: নুরুল হুদা আলম, রেজাউল করিম সিকদার মন্টু, মো: হুমায়ুন কবির, সত্যজিৎ দাস তংকু সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য শত বছরের ঐতিহ্যবাহী পিরোজপুর মহাকুমাকে ১৯৮৪ সালের ১মার্চ পিরোজপুর জেলায় রুপান্তর করাহয়। ১২৭৭.৮০ বর্গ কিঃমিঃ আয়তন নিয়ে গঠিত পিরোজপুর জেলার লোকসংখ্যা ১১.১০ লক্ষ।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৮ ● ৩১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ