আমতলীতে গাছের সঙ্গে শত্রুতা!

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে গাছের সঙ্গে শত্রুতা!
সোমবার ● ১ মার্চ ২০২১


আমতলীতে গাছের সঙ্গে শত্রুতা!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার কৃষ্ণনগর গ্রামের জাকারিয়া আহম্মেদ নামের এক ব্যক্তির বাগানের বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্ত্বরা। এ ঘটনায় আমতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে। সোমবার (১ মার্চ) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের কামাল পাশা চৌকিদারের ছেলে জাকারিয়া আহম্মেদ চৌকিদার গত দের বছর পূর্বে ৪০ শতাংশ জমিতে চার শতাধিক মেহগনি, চাম্বল ও রেইন্ট্রি গাছ রোপন করেন। গত রবিবার রাতে ওই গাছ থেকে অন্তত অর্ধ- শতাধিক মেহগনি ও চাম্বল গাছের চারা দুর্বৃত্ত্বরা কেটে ফেলে। এ ঘটনায় বাগান মালিক জাকারিয়া আহম্মেদের ভাই সোহাগ চৌকিদার অজ্ঞাত নামা আসামী করে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন। সোমবার পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোমবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বাগানের মেহগনি ও চাম্বল গাছ কেটে ফেলেছে। গাছের কাটা ডাল পালা মাটিতে পড়ে আছে। জাকারিয়া আহম্মেদ বলেন, শত্রুতাবসত দুর্বৃত্ত্বরা গাছ কেটে ফেলেছে। যারা এমন কাজ করেছে তাদের শাস্তি দাবী করছি। সোহাগ চৌকিদার বলেন, শত্রুতা আমার ভাইয়ের ক্ষতি সাধনের জন্য এমন জঘন্য কাজ করেছে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিয়েছি।
আমতলী থানার এস আই মোঃ সলিমুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কিছু গাছ কেটে ফেলেছে। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:১৬ ● ৩১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ