পিরোজপুরে দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১


পিরোজপুরে দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

 বৈশি^ক মহামারী করোনা ভাইরাস কালীন বিপর্যস্ত পিরোজপুরের দলিত   সম্প্রদায়ের মাঝে বেসরকারি মানবাধীকার সংগঠন (শারি) র উদ্যোগে ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২৫ পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) পিরোজপুর বিশ^বিদ্যালয় ক্লাবে ২৫টি দলিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, পিয়াজ, চিনি ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরন করা হয়। এসময় সুনাম জেলা কমিটির সাধারন সম্পাদক খালেদা আক্তার হেনা, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, শারির এ্যাডভোকেসী কর্মকর্তা শিবানী গাইন, দিশারী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক আব্দুল আলী খান, দলিত কন্ঠের জেলা প্রতিনিধি  রবিউল হাসান মনির প্রমুখ। করোন কালীন সময়ে কাজ না থাকায় অভাব অনটনে থাকা দলিত পরিবার গুলোর এই খাদ্য সামগ্রী পেয়ে সন্তোষ্টী প্রকাশ করেন। দলিত সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দলিত কন্ঠ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০২:৪০ ● ২৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ