কলাপাড়ায় প্রেমিক যুগলসহ ৬জনের কীটনাশক পান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় প্রেমিক যুগলসহ ৬জনের কীটনাশক পান
শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২১


কলাপাড়ায় প্রেমিক যুগলসহ ৬জনের কীটনাশক পান

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

প্রেমের পরিণতি। প্রেমিক রাজুর (৩০) আত্মহননের মধ্য দিয়ে; আর প্রেমিকা সুমাইয়া (১৮) হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে। এই যুগল বৃহস্পতিবার সন্ধ্যায় একই সঙ্গে কীটনাশক পান করে। রাতে প্রথমে কুয়াকাটা হাসপাতালে, পরে কলাপাড়া হাসপাতালে অচেতন অবস্থায় উভয়কে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় রাজুর মৃত্যু ঘটে। প্রেমের পারিবারিক স্বীকৃতি না মেলায় এ যুগল আত্মহননের পথে ধাবিত হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরের এ ঘটনাটি এখন সর্বত্র আলোচিত হচ্ছে। যেন এ যুগের লাইলি-মজনু হতে চেয়েছিল ওরা। আরও কত কী বলে বেড়াচ্ছেন মানুষ!
পারিবারিক সূত্রমতে, কুয়াকাটা খানাবাদ কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুমাইয়ার। বিষয়টি জেনে সুমাইয়াকে পাশের মাইটভাঙ্গা গ্রামের কামাল হাওলাদারের সঙ্গে বিয়ে দেয় পরিবার। প্রায় এক বছর আগে এই বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তাতে কী; প্রেম তো প্রেম। মানেনা বয়স, জাত কিংবা কূল। সুমাইয়া মানষিকভাবে এই বিয়ে মানেনি। স্বামীর বাড়ি না গিয়ে থাকত বাবার বাড়ি আলীপুরে। রাজুর সঙ্গে যোগাযোগ চলছিল। কিন্তু পরিবার বিষয়টি মেনে নেয়নি। ফলে দু’জনেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারের ঠিকানায় যেতে একই সঙ্গে বিষ পান করে। আলীপুরের একটি বাসায় কীটনাশক পান করে তারা আত্মহননের চেষ্টা চালায়। এ ঘটনায় মহিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সুমাইয়া বর্তমানে অনেকটা সুস্থ রয়েছে বলে চিকিৎসক জেএইচ খান লেনিন জানিয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় কলাপাড়ায় আরও চার গৃহবধূ বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। কলাউপাড়া গ্রামের গৃহবধূ খালেদা খানম (৩৫) বিষ পান করে বৃহস্পতিবার সন্ধ্যার পরে। রাত পৌনে ১১টায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বিষ পানে আক্রান্ত নাচনাপাড়ার গৃহবধূ ফাতেমা (৩৫) রাত সাড়ে আট টায় হাসপাতালে ভর্তি হয়েছে। শারিকখালী গ্রামের গৃহবধূ বিষ পানে আক্রান্ত হয়ে বুধবার রাত ১১টা ২০ মিনিটে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বিষ পানে আক্রান্ত আরেক গৃহবধূ মহিপুরের আফসানা (২২) হাসপাতালে ভর্তি হয়েছেন বুধবার রাত নয় টায়। এভাবে এক রাত এক দিনে বিষ পানে আক্রান্ত হয়ে চার গৃহবধূসহ ছয় জন হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসকরা নানা ধরনের শঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যে এক প্রেমিক যুবকের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই সুস্থ রয়েছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৫৬ ● ৪৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ