দশমিনায় খালে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণ, বিপাকে বোরো চাষীরা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় খালে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণ, বিপাকে বোরো চাষীরা
বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২১


দশমিনায় খালে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণ, বিপাকে বোরো চাষীরা

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনা-বাউফল উপজেলা সিমান্তে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে জোয়ার ভাটার খালে বাঁধ দিয়ে ব্রিজ নির্মাণের ফলে অবাধে চলছে মৎস্য শিকারের মহোৎসব আর এতে খালে পানি না থাকায় বোরো চাষিদেরও সর্বনাশ।
ওই খালে বাঁধ দেয়ায় তিন ইউনিয়নের আট গ্রামে পানির অভাবে দুর্ভোগে পড়েছে প্রায় ২০হাজার মানুষসহ বোরো চাষিরা।
জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দশমিনা-বাউফল সিমান্তে খালে বাঁধ দিয়ে বগী বাজার ব্রিজ নির্মাণকাজ চলমান থাকায় দীর্ঘ সাড়ে তিনমাস পর্যন্ত খালে পানি না থাকায় কৃষকের চরম পানি সংকট দেখা দিয়েছে। আর হাহাকার করছে খালে দুই পারে বসবাসরত মানুষ ও বোর চাষি পানির জন্য। রোপা বোর ধান এখন শুকিয়ে যাচ্ছে পানি অভাবে। বর্তমানে পুকুর ও ডোবার পানিও সেচ দেয়া শেষ।
বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিন দাস পাড়া গ্রামের বোর চাষি মোঃ জামাল হাওলাদার, মজিদ, কবির হোসেন ও জামাল মৃধা জানান, আমাদের পানি সংকটে বোর ধান এখন শুকিয়ে গেছে।
ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম রাড়ি জানান, খালের বাধ কেটে দিতে বারবার বলা হয়েছে কিন্তু ব্রিজ নির্মানকারীরা তা শুনছেনা।
উপজেলা কৃষি কর্মকর্তা জাফর আহাম্মেদ জানান, খালের বাঁধ কেটে পানি চলাচলের ব্যাবস্থা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকৌশলীকে অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেন জানান, বাঁধ কেটে পাইপের মাধ্যমে পানি চলাচলের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (সদ্য যোগদানকৃত) মোঃ আল আমিন জানান, খোঁজ খবর নিয়ে কৃষকের সুবিধার্থে ব্যবস্থ্র নেয়া হবে।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:৪১ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ