তজুমদ্দিনে অচ্যুতানন্দ ব্রহ্মচারী তিরোধান উৎসব

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে অচ্যুতানন্দ ব্রহ্মচারী তিরোধান উৎসব
মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২১


তজুসদ্দিনে অচ্যুতানন্দ বক্ষচারী তিরোধান উৎসব

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

দক্ষিণ বাংলার হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব অচ্যুতানন্দ ব্রহ্মচারী(অনিল বাবাজী) তিরদান উৎসবে ভোলা-৩ সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন আগমন করেছেন। ৩ দিনের এই কির্তনে ভারত, নেপাল সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনিল বাবাজীর ভক্তরা আগমন করেন।
সোমবার সন্ধ্যায় এমপি শাওন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আগত প্রায় ১০ হাজার লোকের উদ্দেশ্যে বলেন,,,,,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সকল ধর্ম বর্নের মানুষ সমান অধিকার নিয়ে বাস করে। শেখ হাসিনার আমলেই ঈদ পুজা একসাথে উদযাপন করা সম্ভব হয়েছে। একটি চক্র বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। হিন্দু সম্প্রদায়কে কেউ রক্ত চক্ষু দেখালে আইনের মাধ্যমে তাকে মোকাবেলা করা হবে।
শ্রী শ্রী প্রভুপাদ অচ্যুতানন্দ বক্ষচারী অনিল বাবাজী আশ্রমের ভারপ্রাপ্ত সভাপতি রুপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,  যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু প্রমুখ।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:১২:৩৫ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ