তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১


তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবেস পালিত হয়েছে।
রাত ১২.১ মিনিটে প্রথমে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরপরই  থানা, উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধ বৃন্দ, প্রেসক্লাব, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শিল্পকলা একাডেমি, মানবতার সেবা সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সকল পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, থানা অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরণ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মুঈনুদ্দীন হাওলাদার, প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক হাসান, সাধারণ সম্পাদক মিজান পোদ্দার, যুব মহিলালীগের সভাপতি কহিনুর বেগম শিলা, সাধারণ সম্পাদক মিনারা বেগম, ছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৪:২৮ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ