ডালবুগঞ্জ ইউপির উপ-নির্বাচন-সন্ত্রাসীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত

প্রথম পাতা » পটুয়াখালী » ডালবুগঞ্জ ইউপির উপ-নির্বাচন-সন্ত্রাসীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত
বুধবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২১


সন্ত্রাসীদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

ডালবুগঞ্জ ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ সিকদারের ওমর হামলা হয়েছে। একদল সন্ত্রাসী তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। মঙ্গলবার রাতে তাকে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার দুই সমর্থক আহত হয়েছে। ওয়াদুদ সিকদারের সমর্থকরা এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীদের দায়ী করেছেন।
একই অভিযোগ করে আরেক স্বতন্ত্র প্রার্থী এসএম ওয়ালিউল্লাহ নান্নু জানান, তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। হাত-পা ভেঙ্গে দেয়ার প্রকাশ্য হুমকির অভিযোগ করেন তিনি। প্রচার কাজে বাধা দেয়া, পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। তিনি কলাপাড়া নির্বাচন অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে বহিরাগতরা সশস্ত্র মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ওখানে ৯টি ওয়ার্ডে পুলিশের টহল টিম কাজ করছে। তারপর কোন সমস্যা থাকলে আমরা ক্ষতিয়ে দেখছি। এছাড়া অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের সকল প্রস্তুতি রয়েছে।  আগামী ২৮ ফেব্রুয়ারি ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৬:১৭ ● ৩০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ