আমতলীতে বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ স্মরণ সভা

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ স্মরণ সভা
সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২১


আমতলীতে বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ স্মরণ সভা

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥


বরগুনার আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবদুর রশিদ খানের স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ স্বরণ সভা হয়।
জানাগেছে, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রশিদ খাঁন গত ৩ ফেব্রুয়ারী আমতলী পৌর শহরের নিজ বাড়ী জাহানারা মঞ্জিলে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পৃথক পৃথকভাবে আমতলী পৌরসভা, লতিফ ফাউন্ডেশন, আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুল, বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্বরনসভার আয়োজন করে। সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে স্বরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহর উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আলহাজ¦ নুরুল  ইসলাম, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার। প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, আমতলী একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ¦ আব্দুর রশিদ মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, আমতলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক মোঃ মহসিন মিয়া, শাহজাহান কবির,  জাকির রানা ও জাহিদুল কবির প্রমুখ। সভায় বক্তারা শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুর রশিদ খাঁনে বনাঢ্য জীবনের কর্মকান্ডের উপর আলোকপাত করেন।
প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র  মোঃ মতিয়ার রহমান বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষা বিস্তারে আব্দুল রশিদ খাঁনের অবদান অবিস্বরনীয়। তার মত এমন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব যুগে যুগে জন্ম নেয় না। সর্ব ক্ষেত্রে তিনি ছিলেন বাকপটু। আমতলীবাসী অভুতপূর্ব একজন শিক্ষক হারালো।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:৩০ ● ৬৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ