গোপালগঞ্জে সাড়ে ৩’শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে সাড়ে ৩’শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১


গোপালগঞ্জে সাড়ে ৩’শ শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের হরিদাসপুরে ইউনিয়নের ৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত সাড়ে ৩’শ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের শিক্ষানুরাগী মোঃ টিপু সুলতান মোল্লা তার নিজ বাড়ীতে এসব স্কুল ড্রেস বিতরণ করেন।
স্কুল ড্রেস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আড়পাড়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ১৮০ জন, হরিদাসপুর সপ্তপল্লী উচ্চ বিদ্যালযের ৯০ জন ও রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৮০ জন শিক্ষার্থী।
হরিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি মকিতুজ্জামানের সভাপতিতে অনুষ্ঠিত এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক শেখ মুসফিকুর রহমান লিটন, আড়পাড়া ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী, শিক্ষানুরাগী আতিয়ার রহমান হিমেল, ফারুক মুন্সি, আলমগীর কাজী, ব্যবসায়ি নুর আলী মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
শিক্ষানুরাগী মোঃ টিপু সুলতান মোল্লা বলেন, গ্রামের অনেক শিক্ষার্থী আছে যাদের কোন স্কুল ড্রেস নেই। ফলে তারা স্কুলে যেতে আগ্রহ হারিয়ে ফেলে। করোনা পরিস্থিতির কারনে গ্রামের মানুষের আয় কমে গেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে আমার ক্ষুদ্র প্রয়াস।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:১৪ ● ২৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ