কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর কলাপাড়া পৌর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)’র ধানের শীষ মার্কার মনোনীত মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার তার নির্বাচনী অঙ্গিকার ঘোষণা করেছেন।
বুধবার (১০ ফেরুয়ারী) হ্যান্ড লিফলেটের মাধ্যমে তিনি তার নির্বাচনী অঙ্গিকারের কথা ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)’র ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী হাজী হুমায়ুন সিকদার তার নির্বাচনী অঙ্গীকার নামায় বলেন, ভোট আমাদের সাংবিধানিক অধিকার ও পবিত্র আমানত। ভোট প্রয়োগের মাধ্যমে আমরা জাতীয় ও স্থানীয় নেতা নির্বাচন করে থাকি। কিন্তু ইদানিং নাগরিকরা ভোট প্রয়োগ থেকে বঞ্চিত ও নির্বাসিত হচ্ছে। ভোট অনেকটা রূপকথার পল্পের মত হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের মূল্যবান ভোটেই কলাপাড়া পৌরসভার “মেয়র” নির্বাচিত হবে। তাই আসন্ন কলাপাড়া পৌর নির্বাচনে “মেয়র” হিসাবে তাকে নির্বাচিত করলে নি¤েœাক্ত সেবা প্রদানের বিষয়ে তিনি অঙ্গিকার করেন।
ক্স কলাপাড়া পৌরবাসীর বাৎসরিক হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা হবে।
ক্স বর্তমানে নতুন হোল্ডিং নম্বর খোলা যে কোন নাগরিকের জন্য ব্যয়বহুল তাই নতুন হোল্ডিং নম্বর খোলার ক্ষেত্রে ফী (ঞধী) কমানো হবে।
ক্স ‘মেয়র’ নির্বাচিত হলে পৌরসভা দলমত নির্বিশেষে পৌরবাসীর জন্য সকল ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে। পৌরসভার দরজা থাকবে সবার জন্য উন্মুক্ত, সকল ক্ষেত্রে সু-শাসন প্রতিষ্ঠা করা হবে।
ক্স নাগরিকদের স্বার্থে পৌরসভার পানির মূল্য বৃদ্ধি করা হবে না।
ক্স পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রুপান্তরিত করার লক্ষ্যে আবর্জনা-ড্রেন পরিষ্কার, মশক নিধনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
ক্স পৌরসভার সকল রাস্তা পৌরবাসীর চলাচলের সুবিধার্থে আলোকিত (খরমযঃরহম) করা হবে।
ক্স শিশুদের চিত্ত বিনোদনের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সহ শিশুপার্ক নির্মাণ করা হবে।
ক্স পৌর শহরে প্রবেশের ক্ষেত্রে বর্তমানে যে “টোল আদায়” প্রথা বিদ্যমান তা সম্পূর্ণ বাতিল করা হবে।
ক্স পৌরসভার আওতাধীন সকল উন্নয়নমূলক কাজের টেন্ডার, বাজার, খেয়া ইজারার টেন্ডার সকলের জন্য উন্মুক্ত থাকবে।
ক্স মাদক ও সন্ত্রাসমুক্ত কলাপাড়া পৌরসভা গঠনের কার্যকরী পদক্ষে গ্রহণ করা হবে।
সর্বশেষে কলাপাড়া পৌরবাসীর নিকট ধানের শীষ প্রার্থী হাজী হুমায়ুন সিকদার বলেন, আমি শাসক হতে চাইনা, আমি সেবক হতে চাই। দুইবার মেয়র থাকাকালীন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যার জন্য আমি কলাপাড়া পৌরবাসীর সমর্থন, সহযোগীতা ও ভোট কামনা করি। কলাপাড়া পৌরবাসী আগামী ১৪ ফেব্রুয়ারী ধানের শীষ মার্কায় ভোট দিয়ে কলাপাড়া পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত করে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দিবে বলে তিনি আশা করেন।
এসকেআর/এমআর