কুয়াকাটায় কোটি টাকার ফাইস্যা রেনু জব্দ,আটক-৪

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় কোটি টাকার ফাইস্যা রেনু জব্দ,আটক-৪
বৃহস্পতিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২১


কুয়াকাটায় কোটি টাকার ফাইস্যা রেনু জব্দ,আটক-৪

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

কুয়াকাটা সৈকত সংলগ্ন চর বিজয় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার ফাইস্যা রেন জব্দ করেছে। এসময় একটি মাছ ধরার ট্রলার ২০ হাজার মিটার রেনু ধরা জাল, একটি ডিঙ্গি নৌকাসহ ৪ জেলেকে আটক করে। ওইদিন বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নিদের্শ কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবীর উপস্থিতিতে রেনুগুলো বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই কামরুল ইসলাম জানিয়েছেন, আটককৃত ৪জেলে মজিবুর রহমান (৩০), আবু ছাইদ (৩৮), মাসুম বিল্লাহ (৩০), আবুল বসার (৩৫)। এদের সকলের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলায়।
নৌ-পুলিশের ওই কমকর্তা আরও বলেন, দীর্ঘদিন ধরে ওইসব জেলেরা অবৈধ জাল দিয়ে রেনু ধরে মাছের ঘেরে বিক্রি করতো।

কেএআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:০২ ● ৩৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ