আমতলীতে মাদ্রাসাসহ পাঁচটি দোকান পুড়ে ছাঁই

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে মাদ্রাসাসহ পাঁচটি দোকান পুড়ে ছাঁই
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১


আমতলীতে মাদ্রাসাসহ পাঁচটি দোকান পুড়ে ছাঁই।

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের আকবাড়িয়া হাফিজি মাদ্রাসাসহ তৎসংলগ্ন পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত বিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে।
জানাগেছে,  উপজেলার কুকুয়া ইউনিয়নের র্প্বূ কেওয়াবুনিয়া গ্রামের আকবাড়িয়া হাফিজি মাদ্রাসা সংলগ্ন শামিম গাজীর ইলেকট্রনিক্সের দোকান থেকে রবিবার গভীর রাতে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় মাদ্রাসা ও তৎসংলগ্ন ফোরকান, নিজাম হাওলাদারের মুদি মনোহরদি দোকান, শামীম গাজী, মাসুমের ইলেকট্রনিক্সের দোকান ও কেশব শীলের সেলুন দোকান পুড়ে ছাই হয়ে যায়।  স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে।  কিন্তু দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খবর পেয়ে সোমবার সকালে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান করেন।
আমতলী দমকল বাহিনীর ষ্টেশন ম্যানেজার তামিম হাওলাদার বলেন, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে পাচঁটি দোকান ঘর এবং মাদ্রাসা পুড়ে গেছে।
আমতলী ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়েছি। ক্ষতিগ্রস্থদের যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১২:২৬ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ