পিরোজপুরে চাচা শ্বশুর হত্যা মামলায় জামাতার ফাঁসি

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে চাচা শ্বশুর হত্যা মামলায় জামাতার ফাঁসি
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১


পিরোজপুরে চাচা শ্বশুর হত্যা মামলায় জামাতার ফাঁসি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ইন্দুকানীতে চাচা শ্বশুরকে হত্যার দায়ে জামাতা  মোঃ হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চন (৩৪)কে  ফাঁসির  রায় দিয়েছে আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ মোঃ মহিদুজ্জামান এ দন্ডাদেশ দেন। আদালত দন্ডপ্রাপ্তকে আরও ২০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত মোঃ হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চন আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মোঃ হাসিবুল ইসলাম ওরফে কাঞ্চন (৩৪) ইন্দুরকানী উপজেলার খোলপটুয়া গ্রামের মোঃ আবু বকর বেপারীর ছেলে।

বালিপাড়া ইউনিয়নের ৬নং খোলপটুয়া ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন আবু জানান, কাঞ্চন বেপারীর সাথে চর বলেশ্বর গ্রামের খালেকের মেয়ের সাথে কয়েকবছর আগে বিবাহ হয়। তাদের এক সন্তান রয়েছে। কাঞ্চন ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে কাঞ্চনের স্ত্রী মুনিয়া আক্তার তার বাবা খালেকের বাড়ীতে চলে যায়।  কাঞ্চন তার স্ত্রীর সাথে কলহের জন্য  তার চাচা শ্বশুর রেজাউল করিম হাওলাদার ওরফে রিপন কে দায়ী করে আসছিলো।

এরই জেরে ২০১৮ সালের ১৮ নভেম্বর বিকেলে রেজাউল করিম হাওলাদার ওরফে রিপন উপজেলার  বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর বাজারে গেলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা কাঞ্চন তাকে কুঠার দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যায় রেজাউল করিম হাওলাদার ওরফে রিপন। ঘটনার পর স্থানীয়রা কাঞ্চনকে ধরে চন্ডিপুর পুলিশ ফাড়িতে সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিন রাতেই নিহত রেজাউল করিম হাওলাদার ওরফে রিপনের স্ত্রী নাসরিন আক্তার হাসি বাদী হয়ে কাঞ্চনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুকানী থানার তৎকালীন উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৯ সালের মার্চ মাসে কাঞ্চনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমাদেন। সাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত এ দন্ডদেন।

আরএইএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৭ ● ৩৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ