নেছারাবাদে করোনার ভ্যাকসিন প্রদান শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে করোনার ভ্যাকসিন প্রদান শুরু
রবিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২১


নেছারাবাদে করোনার ভ্যাকসিন প্রদান শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে করোনা ভাইসারাসের টিকাদানের প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আইন শৃংখলা বাহিনীসহ ৩৪ জন ব্যাক্তি করোনা ভ্যাকসিন নিয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত ভ্যাকসিন কার্যক্রমে ডা. চিন্ময় মিস্ত্রী (সেকমো) সর্বপ্রথম ভ্যাকসিন গ্রহণ করেন। পর্যায়ক্রমে উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, বীর মুক্তিযোদ্ধা সুপ্রিয় বাবুল ও মজিবুর রহমান, কনেষ্টবল মো. শহিদুল ইসলাম, মো. ফারুক হোসেন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহসহ ৩৪জন ব্যাক্তি ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন, পৌর মেয়র গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. আসাদুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, নেছারাবাদে মোট ৬ হাজার ৮শত ৩০টি ভ্যাকসিন পেয়েছেন। ২৬জন ভ্যাকসিন প্রয়োগকারী ও ৫২জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। গত শনিবার রাত পর্যন্ত ১৪০ জন ব্যাক্তি ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করেছেন।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৪:০৮ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ