রাঙ্গাবালীতে যাত্রীবাহী দোতলা লঞ্চে হামলা, আহত-৫

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে যাত্রীবাহী দোতলা লঞ্চে হামলা, আহত-৫
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১


রাঙ্গাবালীতে যাত্রীবাহী দোতলা লঞ্চে হামলা, আহত-৫

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যাত্রীবাহী ডাবল ডেকার এ্যাডভেঞ্জার-১১ লঞ্চে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাটের এ ঘটনা ঘটে। হামলাকারীরা লঞ্চের গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে। এতে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া  গেছে। এসময় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে লঞ্চ কর্তৃপক্ষ পরিবেশ নিয়ন্ত্রণের জন্য ঘাট থেকে লঞ্চ ছেড়ে মাঝ নদীতে নিয়ে নোঙড় করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর কোড়ালীয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাওয়ার পূর্ব মুহুর্তে তুচ্ছ ঘটনার জের ধরে ইকরাম নামের এক যাত্রীর সাথে লঞ্চের কেরানীর বিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় কিছু যাত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ্যাডভেঞ্জার লঞ্চের জিএম তানভীর হোসেন রুবেল জানান, এ ঘটনার জের ধরে একদল লোক লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে লঞ্চে হামলা চালিয়ে জানালার গ্লাসসহ আসবপত্র, ফার্নিচার ভাংচুর করে। এতে লঞ্চের অন্তত: ৫জন গুরুতর আহত হয়েছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, উভয় পক্ষের মধ্যে সৃস্ট ঝামেলার কারনে লঞ্চের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:৪০ ● ৩৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ