গলাচিপায় স্মরণসভার পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় স্মরণসভার পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ
বৃহস্পতিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২১


গলাচিপায় স্মরণসভার পোষ্টার  ছিঁড়ে ফেলার অভিযোগ

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

গলাচিপায় পানপট্টি ইউনিয়নের জননন্দিত সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আঃ খালেক মিয়ার শ্রদ্ধা ও স্মরণ সভার পোষ্টার ছিরে ফেলেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পানপট্টি ইউনিয়ের সেন্টার বাজার, কাটাখালী, আওয়ামীলীগ অফিসের সামনেসহ ইউনিয়ের বিভিন্ন স্থানে মরহুম আঃ খালেক মিয়ার শ্রদ্ধা ও স্মরণ সভার পোষ্টার ছিরে পোস্টার ছেড়া অবস্থায় রাস্তার কিনারা ও ডাস্টবিনে পড়ে রয়েছে। পোস্টার ছেড়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছে সচেতন মহলসহ তার সমর্থক ও দলীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় নিন্দা জানিয়ে স্থানীয় প্রবীণ এক অনেকে বলেন, মরহুম আঃ খালেক মিয়ার ছেলে মোঃ শামীমুর রেজা এই পানপট্টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেয়ার পরই তার বাবার স্মরণ সভার পোষ্টার রাতের অন্ধকারে ছিরে ফেলে।
মরহুম আঃ খালেক মিয়ার পোস্টার ছিঁড়েছে কিন্তু আমাদের মন ছিঁড়তে পারেনি।
মরহুম আঃ খালেক মিয়ার আমাদের এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
সে অনেক ভোট পেয়েছিল। এবারও তার একমাত্র ছেলে শামীমুর রেজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোয়ার উইট্টা বইছে। এ বিষয়ে পানপট্টি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কুদ্দুস মেলকার  বলেন,‘আমার মনে হয়
মরহুম আঃ খালেক মিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার বেনার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। এগুলো করে তাকে জনগনের মন থেকে মুছতে পারবে না।
পোস্টার ছেঁড়ার বিষয়ে মরহুম আঃ খালেক মিয়ার ছেলে মোঃ শামীমুর রেজা বলেন, আমার বাবা পানপট্টি ইউনিয়ন ৩ বার ইউনিয়ন পরিষদের বিপ্লু ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরে বিপুল ভোটের ব্যবধানে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমার বাবর প্রতিশ্রুতি অনুযায়ী  আমি এইবার ইউপি নির্বাচনে প্রার্থী ঘোষনা করার পরই এলাকার কিছু কুচক্রী মহল আমার পিছনে লেগেছে। পানপট্টি ইউনিয়ের ভোটারগণ আমার পাশে আছে।গত রাতের অন্ধকারে কে বা কারা আমার বাবার ফেস্টুন ও পোষ্টার ছিঁড়েছে তা জানিনা। আমার বাবার ব্যানার ফেস্টুন ছিঁড়েছে তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমার বাবার পোষ্টার ছিঁড়ে রাস্তায় ও ডাস্টবিনে ফেলে আমি অনেক কষ্ট পেয়েছি। দলীয় নমিনেশন পেলে
পানপট্টি ইউনিয়নে নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে পারবো বলে আমি আশাবাদী। যারা এ নেক্কারজনক কাজের সাথে জড়িত তাদেরকে খোঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:২৯ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ