কলাপাড়ায় ২২ চোরাই মহিষ জব্দ!

প্রথম পাতা » কুয়াকাটা » কলাপাড়ায় ২২ চোরাই মহিষ জব্দ!
রবিবার ● ৩১ জানুয়ারী ২০২১


কলাপাড়ায় ২২ চোরাই মহিষ জব্দ!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী ও কাউয়ার চর গ্রাম থেকে মহিপুর থানা পুলিশ ২২ টি মহিষ জব্দ করেছে। মালিকবিহীন এ মহিষগুলো পুলিশ কাউয়ার চর গ্রামের আবুল খায়েরের কাছে ১৪ টি এবং ৮টি চাপলি গ্রামের মহিউদ্দিনের কাছে জিম্মায় দিয়েছে।
স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাতে একটি ট্রলারে ৩০টি মহিষ ধুলাসার নিয়ে আসে একটি চক্র। ২২টি মহিষ ট্রলার থেকে নামানোর পরে লোকজন টের পেলে বাকি মহিষ নিয়ে ট্রলারটি সাগরে চলে যায়। স্থানীয়রা শনিবার বিলে মহিষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে যায়। তবে এখন চোরের সহযোগী চক্র ১৪ টি মহিষ কেনার কাগজপত্র তৈরি করছে বলে একটি সূত্র দাবি করেছেন।
গ্রামের বহু মানুষের অভিযোগ, দুর থেকে মহিষ চুরি করে এ চক্র এখান থেকে কৃষকের গরু চুরি করে নিয়ে যায়।  মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:২০ ● ৮৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ