নেছারাবাদে নৌকা ডুবিতে শিশু নিখোঁজ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে নৌকা ডুবিতে শিশু নিখোঁজ
শনিবার ● ৩০ জানুয়ারী ২০২১


নেছারাবাদে নৌকা ডুবিতে শিশু নিখোঁজ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবিতে ফারহানা (২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার বালিহারী স্কুল সংলগ্ন খালে ওই দুর্ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বালিহারী গ্রামের মো. অলিউল ইসলাম তার স্ত্রী ও দুই বাচ্চাসহ সন্ধার পরে ছোট নৌকাযোগে শ্বশুর বাড়ী থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রলারে ধাক্কায় নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা অলিউল তার স্ত্রী ও এক বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশু কন্যা ফারহানা নিখোঁজ হয়। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবরিরা শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশু ফারহানার কোন সন্ধান পাওয়া যায়নি।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪০:৪২ ● ৩৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ