তজুমদ্দিনে গবাদি পশুর প্রজনন ভ্যাকসিন ৫শ’১হাজার টাকায় বিক্রি!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে গবাদি পশুর প্রজনন ভ্যাকসিন ৫শ’১হাজার টাকায় বিক্রি!
বৃহস্পতিবার ● ২৮ জানুয়ারী ২০২১


তজুমদ্দিনে গবাদি পশুর প্রজনন ভ্যাকসিন ৫শ’১হাজার টাকায় বিক্রি!

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে প্রাণী সম্পদ দপ্তর ( পশু হাসপাতাল) এ গরু-মহিষের প্রজননের ৩০ টাকার ইনজেকশন- ভ্যাকসিন বিক্রি করছেন ৫ শ থেকে ১০০০ টাকায়। অপরদিকে বিনে চিকিৎসায় মারা যাচ্ছে খামারিদের গরু-ছাগল। বিচার দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন সদস্যরা। গরু খামারী নাজিমউদ্দিন, নুর হাফেজ, আবুল কালাম লিখিত অভিযোগে জানান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র সরকার হাসপাতালে গরু মহিষের কৃমিনাশক, প্রজনন ভ্যাকসিন সহ সরকারি ঔষধ নির্ধারিত ফির চেয়ে বেশী দামে বিক্রি করেন। তার কাছে গেলে ফ্রি কোন ঔষধ না দিয়ে একটি  চিকিৎসা পত্র হাতে ধরিয়ে দিয়ে নির্দিষ্ট ফার্মেসী থেকে ঔষধ কিনতে বলেন। এছাড়া গরু প্রজননের ভ্যাকসিন (বীজ) ৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকা নেন। বাড়ীতে গিয়ে ভ্যাকসিন দিলে ১৫০০/২০০০ টাকা দিতে হয়। খামারীরা আরো জানান, সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে এক বছরে তাদের প্রায় ২০ টি গরু মারা গেছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র সরকার অভিযোগ অস্বীকার করেন।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:১৫:২৬ ● ২৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ