প্রাথমিক শিক্ষাই পারে শিশুদের নৈতিক শিক্ষা দিতে-বিভাগীয় কমিশনার

প্রথম পাতা » বরগুনা » প্রাথমিক শিক্ষাই পারে শিশুদের নৈতিক শিক্ষা দিতে-বিভাগীয় কমিশনার
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১


প্রাথমিক শিক্ষাই পারে শিশুদের নৈতিক শিক্ষা দিতে-বিভাগীয় কমিশনার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই একজন শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারে। নৈতিক শিক্ষায় শিক্ষিত শিশুরাই হবে দেশ গড়ার কারিগড়।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে বরগুনার আমতলী উপজেলার খোন্তাকাটা বেগম নুরজাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল টিনশেট ঘর উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেছেন, বরিশাল বিভাগীয় কমিশনার ড. অভিতাভ সরকার। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ গড়তে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়ে আসছেন।
ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয়  উপ-পরিচালক মোঃ জালাল উদ্দিন, বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জালাল আহম্মেদ, বরিশাল  চীপ ইউনিসেফ এ এইচ তৌফিক আহম্মেদ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না, ওসি মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ অ্যাড. নুরুল ইসলাম, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, পৌর কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল,  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা প্রমুখ।
উল্লেখ ২০১৯ সালের ১৮ আগষ্ট “আমতলীতে বৃষ্টি এলেই বাজে ছুটির ঘন্টা” শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রতিবেদন চোখে পড়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের। পরে তৎকালিন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন এবং ইউনিসেফের একটি টিম সরেজমিন পরিদর্শন করে স্কুল ঘর নির্মাণের উদ্যোগ নেন। গত বছর জানুয়ারী মাসে ইউনিসেফ স্কুল ঘর নির্মাণের জন্য তিন লক্ষ নব্বই হাজার টাকা অনুদান প্রদান করেন। ওই টাকায় টিন শেট স্কুল ঘর নির্মাণ করা হয়। সোমবার বিকেলে ওই ঘর উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৩:২২ ● ৩০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ