বামনায় ভিটি বাড়ীর দখল পেতে তিন বোনের অনশন

প্রথম পাতা » বরগুনা » বামনায় ভিটি বাড়ীর দখল পেতে তিন বোনের অনশন
রবিবার ● ২৪ জানুয়ারী ২০২১


বামনায় ভিটি বাড়ীর দখল পেতে তিন বোনের অনশন

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে পোষাক শিল্পের শ্রমিক এতিম মোসাঃ রুবি আক্তার ও ২ বোন তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে বসত ভিটা দখলের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বেদখল পৈত্রিক বসত ভিটা না পেয়ে ন্যায় বিচারের স্বার্থে রবিবার (২৪ জানুয়ারী) সকালে নির্বাহী কর্মকর্তার অফিসের নিচে আমরণ অনশনে বসেছেন।
জানা গেছে পিতা-মাতহীন এতিম পোশাক শ্রমিক মোসা. রুবি আক্তার, উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রামের বাড়ীতে আত্মীয় স্বজনের কাছে দুই বোনকে রেখে লেখা পড়াসহ ভরণপোশনের যাবতীয় খরচ জোগাচ্ছেন  তিনি। মাথা গোঁজার সামান্য ঠাঁইটুকুও নাই তাদের। বাবা আ. রশিদ  মরাগেছে প্রায় ১৮ বছর পূর্বে। একমাত্র ভাই মো. আল-আমীন  বিগত ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় মারা যায়। মা মারা যায় ২০১৭ সালে। পিতৃ সম্পত্তি জবর দখল থেকে মুক্ত করতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও চেয়ারম্যান মেম্বারদের কাছে বহুবার গিয়েও কোন সুফল পাচ্ছেন না অসহায় নারী ও তার দুই বোন।

রুবি আক্তার জানান, গোলাঘাটা গ্রামের  মো. কিসলু মিয়া, মো. শাহজাহান, মো. আশ্রাফ আলী ও আ. মান্নান এরা তার নিকট আত্মীয়। তার বাবা মারা যাওয়ার পরে সংসারের ভার বহন করতে জীবিকার তাগিদে রুবি আক্তার ও ভাই আল আমীন বাড়ী  ছেড়ে চলে যান চট্টোগ্রামে। সেখানে একটি সড়ক দুর্ঘটনায় ভাই মারা যায়। বাড়িতে অসহায় দুই বোন ও মা থাকায় তার ওই চার নিকট আত্মীয়রা তাদের জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। অনেক দিন ধরে জমির বুঝ পাওয়ার জন্য তাদেরকে বহুবার বলার পরেও কোন সুরহা পায়নি তিনি। তার মা মারা যাওয়ার তারা আরো বিপাকে পরে। এর পর ওই আত্মীয়রা তাদের বাড়ী থেকে বেড় করে দেন। এক পর্যায়ে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের কাছে জমিজমা ফিরে পেতে আবেদন করলেও কোন বিচার তিনি পাচ্ছেন না। তাই কোন উপায় না পেয়ে সে এই অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।

অভিযুক্ত এক ভোগদখলকারী চাচাতো ভাই মো. শাহজাহান জানান, আমরা রুবি আক্তারদের কোন জমি ভোগ দখল করছি না। তার বাবা আমাদের কাছে কিছু জমি বিক্রি করেছেন। এখনো ওদের বসত ঘরটি পড়ে আছে। সেখানে এসে ওরা থকতে পারে।

এব্যপারে রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. খালেক জমাদ্দার এর মোবাইল ফোনে কল করলে তিনি অসুস্থ্য থাকার কারনে কথা বলা সম্ভব হয়নি।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার এর সরকারি মোবাইল নম্বরে কল করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। তবে তার দপ্তরের অফিস সহকারি মো. রেদোয়ান ইসলাম জানান, তিনি একটি স্মারকলিপি পেয়েছেন। নির্বাহী কর্মকর্তা অফিসে আসলে তিনি তার কাছে সেটি প্রদান করবেন।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:৫৫ ● ৪৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ