কোটালীপাড়ার ছত্রকান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ঢাকা » কোটালীপাড়ার ছত্রকান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১


কোটালীপাড়ার ছত্রকান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কোটালিপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে করোনা কালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষায় করনীয় শীর্ষক আলোচনা সভা ও গরীব দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে “বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্র”।

শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪ টায় কোটালীপাড়ার ছত্রকান্দা গ্রামের স্বীর্গীয় বুদ্ধিমন্ত মল্লিক ছেলে গোবিন্দ মল্লিকের বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই এলাকার প্রায় ৬শত দুস্থ্য ও অসহায় গরিবদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে  এ আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মো: মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিপাড়ার সাবেক পৌর মেয়র মোহাম্মদ আহম্মেদ হোসেন মির্জা,   টুঙ্গিপাড়ার  পৌর মেয়র শেখ টুটুল, কোটালিপাড়া পৌর মেয়র কামাল হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক শেখ আয়নাল হোসেন,  টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধরণ সম্পাদক ডা: উত্তম কুমার বড়ুয়া,  বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, গোপালগঞ্জ শেখ ফজিতুুননেসা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা: শরিফুজ্জামান,  গোপালপুর ইউপি চেয়ারম্যান সুষেন সেন, হিরন ইউপি চেয়ারম্যান কিবরিয়া দাড়িয়া, পিঞ্জুরী ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন এস এম গোলাম হায়দার।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৭:২১ ● ৩০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ