টুঙ্গিপাড়ায় ২৭পরিবার পেলো জমিসহ ঘর

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » টুঙ্গিপাড়ায় ২৭পরিবার পেলো জমিসহ ঘর
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১


টুঙ্গিপাড়ায় ২৭পরিবার পেলো জমিসহ ঘর

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিববর্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ২৭ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্ভোধন করেন। এরপর টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে ২৭ সুবিধা ভোগী পরিবার মাঝে দলিল হস্তান্তর করা হয়।
এসময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওসমান গনি, আরডিসি দিনেশ চন্দ্র সরকার, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস,  ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, বেসরকারি ভাবে নির্বাচিত পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক ফোরকান বিশ্বাস, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৩ ● ২৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ