গোপালগঞ্জে ৭৮৭গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে ৭৮৭গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর
শনিবার ● ২৩ জানুয়ারী ২০২১


গোপালগঞ্জে ৭৮৭গৃহহীন পরিবারের কাছে ঘর হস্তান্তর

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥


গোপালগঞ্জ জেলার “আশ্রয়ন-২”প্রকল্পের ৭শত ৮৭টি সুবিধাভোগী পরিবারের কাছে জমিসহ ঘর হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ কার্যলয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘‘ক’’শ্রেণীর (ভুমিহীনও গৃহহীন) সুবিধাভোগীদের কছে ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
গোপলগঞ্জ সদর উপজেলায় ৪শত ৮০টি, কাশিয়ানী উপজেলায় ২০০টি, টুঙ্গিপাড়া উপজেলায় ২৭টি, কোটালিপাড়া উপজেলায় ৩০টি ও মুকসুদপুরে ৫০টি ভুমি ও গৃহহীন পরিবারকে এ ঘর হস্তারন্তর করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রসাশক (রেভিনিউ) মোসা. শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেদুর রহমান, সহকারী কমিশনার ভুমি মো: মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর মেয়র কাজী লিয়াকত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার নিরুন্নাহার  এবং  সকল ইউনিয়নের সকল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৭:২১ ● ৩১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ