দশমিনায় অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » দশমিনায় অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা
শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১


দশমিনায় অবৈধ ইটভাটাকে লাখ টাকা জরিমানা

দশমিনা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর দশমিনায় ইটভাটায় অভিযান চালিয়ে লাখ টাকা জরিমানা করেছে।
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আইন ও বিধি উপেক্ষা করে অধিকাংশ ইটভাটায় কাঠ পোড়ানো, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং জনবহুল এলাকায় ইটভাটা প্রস্তুত ও আবাদি জমিতে ইটভাটা স্থাপনের কারণে অভিযান চালানো হয়। এ অভিযানে উপজেলার কাটাখালী গ্রামে ভাই ভাই ব্রিকসকে লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি এনে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর কারণে ভাই ভাই ইটভাটাকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর অবৈধ এ ইটভাটা বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছে।


এসবি/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৪:৪৪ ● ৩১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ