কলাপাড়ায় গৃহহীনদের ঘর দেয়ার প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় গৃহহীনদের ঘর দেয়ার প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং
বৃহস্পতিবার ● ২১ জানুয়ারী ২০২১


কলাপাড়ায় গৃহহীনদের ঘর দেয়ার প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া উপজেলায় প্রথম ধাপে ২৩৫ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান।
দেশ গড়ার কারিগর উন্নয়নের জাদুকর শেখ হাসিনা আগামি ২৩ জানুয়ারি শনিবার দেশব্যাপী গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তর করবেন। মুজিববর্ষে কলাপাড়ায় মোট ৪৫০ পরিবারকে ঘর দেয়া হচ্ছে। একজন ভূমিহীন অসহায় পরিবারের মাথা গোঁজার ঠাই হবে এ ঘর পাওয়ার মধ্য দিয়ে। বাড়বে তাঁদের আত্মমর্যাদা। এসময় সরকারি কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সরকারি পর্যায়ের কর্মকর্তাগণ।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:১০ ● ৩৮১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ