কুয়াকাটায় ১৯ প্রতিবন্ধি পেলো সেলাই মেশিন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ১৯ প্রতিবন্ধি পেলো সেলাই মেশিন
সোমবার ● ১৮ জানুয়ারী ২০২১


কুয়াকাটায় ১৯ প্রতিবন্ধি পেলো সেলাই মেশিন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥


এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে কুয়াকাটা পৌরসভায় বসবাসকারীপ্রতিবন্ধিদের ৩০দিনের প্রশিক্ষণ শেষে সনদ, কাপড়, আনুষাঙ্গিক উপকরণসহ ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রয়াস প্রকল্পের আওতায় দর্জি বিজ্ঞান বিষয়ে ৩০দিনের প্রশিক্ষণ শেষে সোমবার (১৮ জানুয়ারি)দুপুর ১২ টায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা পৌরসভা মেয়র আঃ বারেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এস.রাকিবুল আহসান, বিশেষ অতিথি ছিলেন-কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন (সীমা), কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, আয়োজক সংস্থা এডিডি প্রজক্ট কো-অডিনেটর আল্লামা ইকবাল, কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, সিনিয়র সাংবাদিক বাবু অনন্তকুমার মুখার্জী, সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আবু তাহের ভূঁইয়া সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন-মুজিব শতবর্ষকে স্বরণীয় করে রাখার লক্ষে এই সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এর মাধ্যমে দারিদ্রতা দূর করাই সরকারের মূল লক্ষ্য।

কেএস/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪০:৩৫ ● ৩৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ