বর্তমান সরকার দেশের যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছে- প্রাণী সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » বর্তমান সরকার দেশের যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছে- প্রাণী সম্পদ মন্ত্রী
রবিবার ● ১৭ জানুয়ারী ২০২১


বর্তমান সরকার দেশের যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলেছে- প্রাণী সম্পদ মন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী  শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারাদেশের সড়ক যোগাযোগের ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলছেন। জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সারা দেশের সাথে যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করছেন।
শনিবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ কালীগঙ্গা নদীতে ভরতকাঠি-শ্রীরামকাঠি ফেরি সার্ভিস চালু উপলক্ষে ভরতকঠি বাজার কর্তৃক আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আসুন আমরা সবাই মিলে পিরোজপুরকে একটি সুন্দর মডেল জেলা হিসেবে গড়ে তুলি। যেখানে দুর্নীতি, চাদাবাজি, সন্ত্রাস, হিংসা, বিদ্বেষ থাকবেনা।
গুয়ারেখা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি বিমল কৃষ্ণ মিস্ত্রীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন নাজিরপুরের উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, নেছারাবাদের ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, প্রকৌশলী গৌতমকুমার মৃধা, সাংবাদিক একেএম কাওসার তালুকদার, মিঠুন হালদার ও মো. নাসির উদ্দিন প্রমুখ ।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২২:৩৯ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ