সাদুল্লাপুরে প্রাইভেটকার চাপায় ২ কিশোরের মৃত্যু

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সাদুল্লাপুরে প্রাইভেটকার চাপায় ২ কিশোরের মৃত্যু
শুক্রবার ● ১৮ জানুয়ারী ২০১৯


প্রতীকী চিত্র
গাইবান্ধা প্রতিনিধি ॥
গাইবান্ধার সাদুল্লাপুরে প্রাইভেটকার চাপায় আল মামুন (১৪) ও মিলন মিয়া (১৫) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন দণি মনদুয়ার গ্রামের নুর আলম মিয়ার ছেলে এবং মিলন মিয়া একই গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আল-মামুন ও মিলন সাইকেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলে সাদুল্লাপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-মামুন মারা যায়। গুরুতর আহতাবস্থায় মিলন মিয়াকে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, প্রাইভেটকারটিকে আটক করা গেলেও ড্রাইভারকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৪০:৫৭ ● ৫৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ