কলাপাড়ায় আন্তর্জাতিক কোরআন তেলওয়াত প্রশিক্ষণ

প্রথম পাতা » ইসলামী জীবন » কলাপাড়ায় আন্তর্জাতিক কোরআন তেলওয়াত প্রশিক্ষণ
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯


কলাপাড়ায় আন্তর্জাতিক কোরআন তেলওয়াত প্রশিক্ষণ

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় ৫দিন ব্যাপী আন্তর্জাতিক পবিত্র কোরআন তেলওয়াত প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা শাখার উদ্যোগে ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনি দিনে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কলাপাড়া পৌরসভার কাউন্সিলর হাফেজ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, যুবলীগ সভাপতি শফিকুল আলম বাবুল প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ কারী আব্দুল হক, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আন্তর্জাতিক প্রশিক্ষক হাফেজ কারী হারিসুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মো.আবদুস শাকুর। প্রশিক্ষণে প্রায় ৬শ’ হাফেজ অংশগ্রহণ করেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:০০ ● ৪৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ