গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
গলাচিপা পৌরসভার সীমানা বৃদ্ধি নিয়ে একটি রিট মামলা দায়ের করেছেন গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডেও নাগরিক এসএম আলী আহমেদ নামে এক ব্যক্তি। বর্তমান মেয়র আহসানুল হক তুহিন এই মামলাটি আপন ভায়রা এসএম আলী আহমেদকে দিয়ে করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মামলার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথাচালাচালিও হয়।
মামলা সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ডের নাগরিক এসএম আলী আহমেদ নামে এক ব্যক্তি গলাচিপা পৌরসভার সীমানাবৃদ্ধি নিয়ে মামলা দায়ের করেন বিগত ১০নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টেরহাই কোর্ট ডিভিশনে। যার মামলা নং ৫০৫। ওই মামলায় আসামী করা হয়, যথাক্রমে সচিব, স্থানীয় সরকার বিভাগ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শাহাবাগ, ঢাকা-১০০০, জেলা প্রশাসক পটুয়াখালী, মেয়র, গলাচিপা পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গলাচিপা, সহকারী পরিচালক স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসক কার্যালয়, পটুয়াখালী।
স্থানীয় সূত্রে জানাযায়, যখন সারা দেশে পৌরসভা নির্বাচনের তফছিল ঘোষণা করা হচ্ছে ঠিক তখনই পৌরনির্বাচনের স্থগিতাদেশ আনার জন্যই নির্বাচনের পূর্ব মুহুর্তে এ মামলা দায়ের করেন। বর্তমান মেয়র আহসানুল হক তুহিন তার আপন ভায়রা এসএম আলী আহমেদকে দিয়ে হাইকোর্টে এ মামলা দায়ের করিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ কথা নিয়ে পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কালিকাপুরকে গলাচিপা পৌরসভার সাথে যুক্ত করা একটি হীনচেষ্টা ব্যতীত কিছুই নয় বলে অনেকে মনে করেন। পৌরসভার সর্বত্র এটা একটি দুরভিসন্ধি বলে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা পৌরসভার সম্ভব্য মেয়র প্রার্থী বাংলাদেশ যুবলীগের সহ-সম্পাদক মামুন আজাদ বলেন, পৌরএলাকার সীমানা কখনও আদালত কর্তৃক নির্ধারণ হয় না। এটা প্রশাসনিক বিষয়। মেয়র তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নিকট আত্মীয়ের দ্বারা এই মামলার আশ্রয় নিয়েছেন। এই ধরনের জঘন্য, ঘৃনিত অপচেষ্টা রুখতে গলাচিপা পৌরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গলাচিপা পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ কেউ যাতে না আনতে পারে সে জন্য আইনী লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেন এই কেন্দ্রীয় যুবলীগ নেতা।
এ ব্যাপারে গলাচিপা পৌরসভার বর্তমান মেয়র তুহিন খলিফা বলেন, তিনি জনগনের আস্থা, ভালোবাসা এবং মূল্যবান ভাটের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে নিষ্ঠা ও সততার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন। হাইকোর্টে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে সেখানে তাকে ৩নম্বর বিবাদী করা হয়েছে। এ মামলা সম্পর্কে তিনি অবগত নন। মামলাটি দ্রুতনিষ্পত্তির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।
এসডি/এমআর