সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১


সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কড়ক জেলায় হিন্দু মন্দিরে হামলা, লুটপাট, অগ্নি সংযোগ, মেয়েদের ধর্মান্তরিত করা সহ সারা দেশে সংখালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও জমিজমা জবর দখলের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষেভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারী) সকালে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পটুয়াখালী জেলা শাখার সভাপতি অতুল চন্দ্র দাস, সভাপতি মন্ডলীর সদস্য তপন কর্মকার, সভাপতি মন্ডলীর সদস্য মংখান তালুকদার, কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এড. তারক চন্দ্র সাহা, প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী প্রমুখ।
এসময় বক্তরা পাকিস্তানসহ সারা দেশে হিন্দু সংখালঘুদের উপর নির্যাতন, জমিজমা দখলসহ নানা অপরাধ বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সেন্টার পাড়া হিন্দু সমাজ গৃহ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩০:২০ ● ৩৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ