নেছারাবাদে গৃহহীনরা পেল ঘর উপহার

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে গৃহহীনরা পেল ঘর উপহার
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১


নেছারাবাদে গৃহহীনরা পেল ঘর উপহার

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ন প্রকল্পের আওতায় নেছারাবাদের ভুমিহীন ও গৃহহীন ২৭২ পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৭৫ পরিবার উপহার পাচ্ছেন দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর। পর্যায় ক্রমে বাকি পরিবারও ঘর পাবেন।
জানাগেছে, ”ক” ক্যাটাগরি  ভুমিহীন ও গৃহহীন তাদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকার নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প আশ্রয়ন-২ এর আওতায় উপজেলার সাত ইউনিয়নে ১.৫০ একর জমিতে এসব ঘর নির্মাণ কাজ চলছে। প্রতিটি গৃহে দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা থাকছে। ঘর প্রতি বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেন বলেন, ঘর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং ২০২১ সালের জানুয়ারী মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্ধোধন শেষে এ সব ঘর জমিসহ সুবিধাভোগীদের হাতে হস্তান্তর করা হবে ।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৮:৪৪ ● ২৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ