কুয়াকাটায় রত্না আমিন’র দখলের খাস জমি উদ্ধারে নেমেছে প্রশাসন

প্রথম পাতা » পটুয়াখালী » কুয়াকাটায় রত্না আমিন’র দখলের খাস জমি উদ্ধারে নেমেছে প্রশাসন
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১


কুয়াকাটায় রত্না আমিন’র দখলের খাস জমি উদ্ধারে নেমেছে প্রশাসন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥


জাপার (এ) সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী রত্না আমিন এমপি’র মালিকানাধীন নির্মাণাধীন ভবনসহ একাধিক মালিকের জমির মধ্যে সরকারের ২৭শতক জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রায় তিন কোটি টাকা মূল্যের কুয়াকাটার প্রাণকেন্দ্র জেলা পরিষদের বাংলো ঘেঁষা এ জমির অবস্থান।
শনিবার (৯ জানুয়ারি) ওই জমির মাপ দিয়ে সরকারি অংশের সীমানা চিহ্নিত করেছে কলাপাড়া ভূমি প্রশাসন। মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) মোঃ আজিজুর রহমান জানান, জেএল ৫৭ নং কুয়াকাটা মৌজার এক নং খাস খতিয়ানের ৩২২০ সহ অন্তত দশটি দাগের প্রায় ২৭ শতক সরকারি খাস জমি রতœা আমিন এমপিসহ বিভিন্ন মালিকগণ কেনা জমির সাথে দখল করে কয়েকটি বহুতল স্থাপনা নির্মাণ করছেন। সরকারি জমি উদ্ধারের স্বার্থে তারা শনিবার ঘটনাস্থলে যান। তিনি এ জমি উদ্ধারে সর্বপ্রথম পরিমাপ করে সীমানা খুটি পুতে দিয়েছেন। আব্দুল আজিজ এও বলেন, বর্তমানে ওই জমির শতক প্রায় ১০লাখ টাকা। এব্যাপারে রতœা আমিন এমপি’র কুয়াকাটাস্থ নির্মানাধীন ভবনের দেখভালের দায়িত্বে থাকা মোঃ শামীমুল ইসলাম টিক্কা জানান, কোন ধরনের নোটিশ ছাড়াই অনুমানের ওপর পরিমাপ করতে আসছিল। তার ধারনা পৌনে দুই শতক খাস জমি তাদের সীমানার মধ্যে থাকলেও থাকতে পারে। তবে এসব জমি নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে বলেও শামীমুল ইসলাম জানান। তারপরও নোটিশ করে যথাযথভাবে কাগজপত্র পর্যালোচনার জন্য ডাকা হলে অবশ্যই জমির দলিলসহ গিয়ে ভূমি অফিসকে বোঝানো হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৪:৩৮ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ