পবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পেলেন ড. স্বদেশ চন্দ্র সামন্ত

প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পেলেন ড. স্বদেশ চন্দ্র সামন্ত
বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১


পবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পেলেন ড. স্বদেশ চন্দ্র সামন্ত

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তবর্তী সময়ের জন্য উপাচার্যের দায়িত্ব পেলেন জেষ্ঠ্যতম ডীন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বুধবার (৬ জানুয়ারী) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো: নূর-ই-আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারী করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার ড. মো: কামরুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এ আদেশ পত্রের ফ্যাক্স বার্তাটি বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসে আসে। দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত কৃষি অনুষদের ডীন ও (অতিরিক্ত দায়িত্বে) রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছিলেন। তিনি আরও জানান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ’র মেয়াদ গত ৪জানুয়ারি পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিসির শুন্য পদে নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৭:০২ ● ৫০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ