আমতলীতে জনসচেতনতামুলক সেমিনার

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে জনসচেতনতামুলক সেমিনার
সোমবার ● ৪ জানুয়ারী ২০২১


আমতলীতে জনসচেতনতামুলক সেমিনার

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে গরু মোটাতাজা করনের মাধ্যমে প্রাণীজ পুষ্টি নিরাপদ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে জনসচেতনতামুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার হয়।
ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ডাঃ প্রাণ কৃষ্ণ হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক, কৃষি রেডিও ষ্টেশন অফিসার মোঃ ইছা ইকবাল, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। এ সেমিনারে উপজেলার গরু মোটাতাজা করন অর্থ শতাধিক খামারী অংশ গ্রহন করেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৪ ● ২৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ