কলাপাড়ার প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সার্ভিস চালু

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ার প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সার্ভিস চালু
রবিবার ● ৩ জানুয়ারী ২০২১


কলাপাড়ার প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সার্ভিস চালু

কলাপাড়া(পটুয়াখালী)সাগরকন্যা অফিস॥


এক সময়ের সাগর পাড়ের অবহেলিত জনপদ পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের অজোপাড়া গায়ে ছিল ঝোপ জঙ্গল। শেয়ালের ডাক শুনে ঘুম ভাঙ্গত  ওই এলাকার মুষের। আজ এ ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌছে। এখন সর্বপরি চালু করা হয়েছে মাসুদ নেট জোন ইন্টারনেট সার্ভিস।
শনিবার শেষ বিকালে ওই ইউনিয়নের স্থানীয় বাবলাতলা বাজারে ইন্টারনেট সংযোগ সেবা অনুষ্ঠানিক উদ্ভোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপির সহধর্মীনি কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বাায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। এছাড়া অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস দালাল, সমাজ সেবক মোস্তফা হাওলাদার ও কলাপাড়া মহিলা আওয়ামী লীগ নেত্রি সালমা করিব সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।
মাসুদ নেট জোন সত্ত্বাধিকারী হাবিবুর রহমান মাসুদ বলেন, এই প্রথমবারের মতো অজো পাড়া গায়ে ইন্টারনেট সেবা চালু করেছি। আজ থেকে ৪ দিন এলাকার মানুষ ফ্রি ইন্টারনেট ব্যবহার করেত পারবে।
পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি বলেন, এ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ব্যাপক কাজ করেছে। তারই ফল আজ ধুলাসার ইউনিয়নের অজো পাড়া গায়ে। আজ থেকে এ ইউনিয়নের সকল মানুষ ইন্টারনেট সুবিধা পাবে।

এমই/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৮ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ