কাউখালীতে বাড়ি বাড়ি গিয়ে ইউএনও’র বই বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে বাড়ি বাড়ি গিয়ে ইউএনও’র বই বিতরণ
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১


কাউখালীতে বাড়ি বাড়ি গিয়ে ইউএনও’র বই বিতরণ

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীর প্রত্যন্ত গ্রামে সেবার নৌকায় করে বছরের প্রথম দিন বাড়ি বাড়ি গিয়ে  শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে করোনা পরিস্থিতিতে কাউখালীতে স্বল্পপরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্য-সুরক্ষাবিধি মেনে বছরের প্রথম দিন কোমলমতি শিশুদের হাতে ২০২১ সালের শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেয়া হয়। বিশেষ করে নদী বেষ্টিত গ্রাম সোনাকুর, আমরাজুড়ি. গর্ন্ধব, আশোয়া. মাগুডা গ্রামের নদীর পাড়ের শিশুদের বিদ্যালয়ে সমাগম না করে দ্রুত সময়ের মধ্যে সুবিধা অনুযায়ী এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের কাছে নতুন বই পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি. পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার. শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমূখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১৯:২৬ ● ৪১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ