নেছারাবাদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে শিক্ষার্থীদের হাতে নতুন বই
শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১


নেছারাবাদে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে শিক্ষার্থীদের হাতে বইতুলে দিয়ে বই উৎসব করা হয়েছে। শুক্রবার (১-জানুয়ারী) বছরের প্রথম দিনে প্রতীকি ভাবে শিক্ষার্থীদের মাঝে ওই বই বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, ওসি আবির মোহাম্মদ হোসেন, সরকারী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ, গনমান মাদ্রাসার সুপার মাওলানা মশিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:৫৮ ● ৩২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ