কলাপাড়ায় পোড়ানো হলো ২৫ হাজার মি. নিষিদ্ধ জাল

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় পোড়ানো হলো ২৫ হাজার মি. নিষিদ্ধ জাল
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০


কলাপাড়ায় পোড়ানো হলো ২৫ হাজার মি. নিষিদ্ধ জাল

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়ায় জব্দকৃত ২৫হাজার মিটার নিষিদ্ধ সুক্ষ্ম ফাঁসের জাল আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) শেষ বিকেলে কলাপাড়া শহরের হেলিপ্যাড মাঠে এ জাল পুড়ে ধংস করা হয়েছে। এসময় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার, পায়রা বন্দর নৌ-পুলিশের পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহম্মেদ, এসআই জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিগত ৩১ অক্টোবর রাতে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের পশুরবুনিয়া স্পট থেকে নৌ-পুলিশের অভিযানে ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ ঘটনায় পহেলা অক্টোবর কলাপাড়া থানায় মোঃ রাসেল সরদারকে আসামি করে একটি মামলা করা হয়। রাসেল বর্তমানে পলাতক রয়েছে। জব্দ করা জাল আদালতের নির্দেশে পোড়ানো হয়।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:১০:০৭ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ