কুয়াকাটায় বছরের শেষ সূর্যাস্তে পর্যটকে মুখরিত সৈকত

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় বছরের শেষ সূর্যাস্তে পর্যটকে মুখরিত সৈকত
বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০


কুয়াকাটায় বছরেরর শেষ সূর্যাস্তে পর্যটকে মুখরিত সৈকত

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

২০২০ সালের শেষ সূর্যাস্ত এবং ২০২১ সালের নতুন সূর্যোদয় দেখতে কুয়াকাটায় ভিড় করেছে অগণিত পর্যটক-দর্শনার্থী। হাজারো পর্যটকের পদভারে মুখরিত হয়ে আছে গোটা সৈকত। সৈকতের বেলাভূমে শেষ বিকেলে প্রায় দুই বর্গকিমি এলাকায় সূর্যাস্তের মনোরম দৃশ্য অবলোকনে ভিড় করেন আগতরা।
ঘটনাবহুল ২০২০ সালকে বিদায় জানাতে মানুষ ভিড় করলেও থার্টিফাস্ট নাইটকে ঘিরে নেই কোন আনুষ্ঠানিকতা। করোনার ধকল কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি। তারপরও থমকে যাওয়া জীবিকায় কিছুটা গতি ফিরেছে। কিন্তু লোকসানের ধকল সামলে নিতে আরও অপেক্ষা করতে হবে বলে কুয়াকাটার সকল শ্রেণির মানুষ মনে করছেন। এরই মধ্যে পুরনো বছরকে বিদায় জানাতে তারা ছুটে এসেছেন কুয়াকাটা সৈকতে। অধিকাংশ হোটেলে কমবেশি পর্যটক ভিড় করেছে। তবে বিগত বছরের চেয়ে অনেক কম। তারপরও করোনাকাল কাটিয়ে একটু স্বাভাবিক পরিবেশে ঘুরে দাড়ানোর প্রত্যয় নিয়ে প্রথম সকালের নতুন সূর্যকে স্বাগত জানাতে মানুষ ছুটে এসেছে কুয়াকাটায়। তবে ফি বছরের মতো নেই রাতের কোন জমজমাট আয়োজন। নেই কোন আনুষ্ঠানিকতা। থার্টিফাস্ট নাইটকে ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৫৪ ● ৪৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ