ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে-পুলিশ সুপার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে-পুলিশ সুপার
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০


ফুলবাড়ীতেশান্তিপূর্ণ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে-পুলিশ সুপার

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার) বলেছেন,  ২৮ ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচন। ভোট কেন্দ্রে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনী নিয়োজিত রয়েছে। বিশৃঙ্খলা রোধে আমরা সর্বাত্মক সতর্ক থাকব। ভোট কেন্দ্রে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। ফুলবাড়ী পৌরবাসীর ভয়ের কোন কারণ নেই। আমরা ফুলবাড়ী পৌরবাসীকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দেব। যাতে ফুলবাড়ীবাসী এই নির্বাচণে সুষ্ঠুতা মনে রাখতে পারেন। পুুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর ওপর সকলের আস্থা রাখতে হবে। তাদের কাজে বিঘ্নতা সৃষ্টি করবেন না। তাদেরকে তাদের দায়িত্বে পালনে সকলে সহযোগিতা করবেন।

আইনশৃঙ্খলাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, কোন রকমের বিশৃঙ্খলা যেন না ঘটে সেদিকে সকলকে চোখ-কান খোলা রাখতে হবে। আপনারা সকলে পেশাদারিত্বের সাথে ডিউটি পালন করবেন। রবিবার দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি। বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম বার), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল মবিন প্রমুখ। এতে পুলিশ, ডিবি, ডিএসবি এবং আনছার ভিডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:০১:১০ ● ২৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ